রাজলক্ষ্মী, আজমপুর, হাউজবিল্ডিং ও আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালানো হয়। মাস্ক না পরায় ১৩ জনকে জরিমানা করা হয় দুই হাজার একশ টাকা।
রাজধানীর উত্তরায় স্বাস্থ্যবিধি না মানায় ১৩ জনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালায় র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৬৭ জনে।
নাদির শাহ বলেন, করোনা সংক্রমণ বাড়তে থাকায় উত্তরার রাজলক্ষ্মী, আজমপুর, হাউজবিল্ডিং ও আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাস্ক না পরায় ১৩ জনকে জরিমানা করা হয় দুই হাজার একশ টাকা। জরিমানার পাশাপাশি সচেতনতা বাড়াতে চলে প্রচারণাও।