খুলনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে উঁচু ম্যুরাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে ম্যুরালটি নির্মাণ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। ম্যুরালের তিনটি নকশা প্রধানমন্ত্রীর কার্যালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে জানান খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘শতাব্দীর মহানায়ক’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের তিনি এ কথা জানান।
জেলা প্রশাসক বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর সর্বোচ্চ ম্যুরাল খুলনায় স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে তিনটি নকশা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন অনুমোদনের অপেক্ষা।’
তিনি বলেন, ‘ম্যুরালের উচ্চতা হবে ৭২ ফুট। ১৯৪৭, ৫২, ৬৬, ৬৯ ও ৭১ এর প্রতিটি ঐতিহাসিক দিনের ব্যাখ্যা ম্যুরালের সঙ্গে থাকবে। পৌনে তিন কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের জন্য এরই মধ্যে দুই কোটি ৩৫ লাখ টাকা সংস্থান হয়েছে। প্রকল্পের নির্মাণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও হয়েছে। ম্যুর্যাল নির্মাণের কারিগরি পরামর্শ দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
তিনি বলেন, ‘বিশ্বব্যাংক, আইএমএফ, জাইকার অর্থায়ণ ছাড়াই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় অর্থায়নে পদ্মা সেতু তৈরি করে তার প্রতিশ্রুতি রেখেছেন।’
‘পদ্মা সেতুর পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিমান বন্দর, সড়ক সম্প্রসারণ, নদী খনন, বন্দর উন্নয়নসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্প শিগগিরই শেষ হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।