বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকার কারণে গড় আয়ু বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

  •    
  • ১০ ডিসেম্বর, ২০২০ ১৮:৪৯

জাহিদ মালেক বলেন, ‘ভ্যাকসিনের (টিকা) কারণে বাংলাদেশ গড় আয়ু বাড়ছে, ভ্যাকসিনের মাধ্যমে শিশু মায়ের মৃত্যু ঝুঁকি কমে আসছে।’

দেশে নানা ধরনের টিকা কর্মসূচি চালু থাকায় মানুষের গড় আয় বেড়েছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের।

বৃহস্পতিবার রাজধানী মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস মিলনায়তনে ১২ ডিসেম্বর হতে দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

জাহিদ মালেক বলেন, ‘ভ্যাকসিনের (টিকা) কারণে বাংলাদেশ গড় আয়ু বাড়ছে, ভ্যাকসিনের মাধ্যমে শিশু মায়ের মৃত্যু ঝুঁকি কমে আসছে। দেশের ৯০ শতাংশ শিশুকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। ভ্যাকসিনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো উপাধি লাভ করেছে। এটা স্বাস্থ্য খাতের জন্য বড় অর্জন।’

এদিন দেশের বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুতে বসেছে শেষ স্প্যান। স্বাস্থ্যমন্ত্রীর মতে, পদ্মা সেতুর পূর্ণাঙ্গ রূপই প্রমাণ করে করোনা কালেও দেশের অর্থনীতি সচল রয়েছে।

তিনি বলেন, ‘এর মাধ্যমে সূচিত হলো গর্বিত এক নতুন অধ্যায়। করোনার কারণে অনেক দেশের অর্থনীতি খারাপ অবস্থা তৈরি হলেও বাংলাদেশ অর্থনীতি অনেক ভালো রয়েছে। যে কারণে দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।’

হাম-রুবেলা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগেও বেশ কয়েকবার দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালিত হলেও গত কয়েক বছরে এ রোগের প্রকোপ ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ২০১৩ সাল নাগাদ দেশ হতে হাম-রুবেলা দূরীকরণের টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে আগামী ১২ ডিসেম্বর হতে ২৪ জানুয়ারি চতুর্থবারের মতো সারাদেশে হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

দেশ থেকে পোলিও যেভাবে নির্মূল করা হয়েছে, সেভাবে হাম-রুবেলাও দূর করা হবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে।

করোনায় সংক্রমণ ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসার সময় সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানালেন জাহিদ মালিক।

বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনা প্রতিরোধের টিকা দেয়া শুরু হয়েছে। টিকা পাওয়ার ব্যাপারে বাংলাদেশেরও সব প্রস্ততি রয়েছে অনুষ্ঠানে জানান স্বাস্থ্য সচিব আবদুল মানান।

তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা সাড়ে চার কোটি মানুষদের টিকা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। টিকা না আসা পযন্ত মাস্কই একমাত্র ভরসা। আমরা বছরের শুরুতেই করোনা ভ্যাকসিন হাতে পাব। সেই লক্ষ্য নিয়ে সরকার কাছ করে যাচ্ছে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তর এর মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মাদ খুরশীদ আলম।

এ বিভাগের আরো খবর