রাজধানীর আব্দুল্লাহপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে জিসান হাবিব (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন রুহুল আমিন (১৭) নামের এক স্কুলছাত্র।
বুধবার রাত ১১টার দিকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
জিসান নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বিহেরগাঁও গ্রামের সৌদি প্রবাসী আবুল বাশারের ছেলে। তিনি স্থানীয় খলিলুর রহমান ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়তেন।
রুহুল আমিন ঢাকার ধামরাইয়ের ইসলামপুরে ইকরা মডেল হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র। তারা দুজন দূর সম্পর্কের মামা-ভাগ্নে।
উত্তরা (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, জিসান ও রুহুল এয়ারপোর্ট থেকে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডে যখন বাস থামিয়েছে, তখন জানালা দিয়ে এক ছিনতাইকারী তার ফোন টান দিয়ে নিয়ে দৌড় দেয়। এ সময় জিসান ও রুহুল বাস থেকে নেমে ছিনতাইকারীর পেছনে পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে জিসান ছিনতাইকারীকে ধরে ফেলেন।
ওই সময় ছিনতাইকারী তার কাছে থাকা ছুরি দিয়ে জিসানকে এলোপাতাড়ি কোপায়। ওই দুর্বৃত্ত রুহুলকেও কুপিয়ে মোবাইল নিয়ে পালিয়ে যায়।
ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়ে জিসান মারাত্মক আহত হন। স্থানীয়রা মনসুর আলী মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, জিসানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার মামাত ভাই উত্তরা-পশ্চিম থানায় খুনের মামলা করেছে।
পুলিশ আরও জানায়, রুহুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।