বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হোটেলে খেয়ে অসুস্থ ১৫০ পুলিশ আনসার বিজিবি

  •    
  • ১০ ডিসেম্বর, ২০২০ ০৮:৪০

দেবীদ্বার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আমিরুল্লাহ জানান, দুপুরে ব্রাহ্মণপাড়ার ইত্যাদি রেস্টুরেন্টের খাবার খেয়ে পুলিশ, আনসার, বিজিবি সদস্যসহ শতাধিক সদস্য ফুড পয়জিনিং হয়েছে।

হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উপ নির্বাচনে দায়িত্ব পালন করতে আসা আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১৫০ সদস্য।

অসুস্থদের অনেকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পুলিশের তিন জন কনস্টেবল বৃহস্পতিবার সকালে নিউজবাংলাকে জানান, বুধবার দুপুর একটার দিকে ব্রাহ্মণপাড়ায় পৌঁছালে তাদেরকে ইত্যাদি হোটেলের প্যাকেটজাত খাবার দেয়া হয়। পাশেই মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ, সাহেবাবাদ ডিগ্রি কলেজ মাঠসহ অন্যান্য সুবিধাজনক জায়গায় বসে খাবার খেয়ে নেন।

তারা বলেন, বিকেলে অনেকের বমির উদ্রেক হয়। সন্ধ্যার পর থেকে সবার বমি ও পাতলা পায়খানা শুরু হয়। তারপর চিকিৎসার জন্য সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন কুমিল্লা জেলা সিভিল সার্জন নিয়াতুজ্জামান।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু আফতাব মো. মহিউদ্দিন মুবিন নিউজবাংলাকে বলেন, ‘গতকাল এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত এক থেকে দেড়শো সদস্য হাসপাতালে এসেছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককে ছেড়ে দেয়া হয়েছে। এক জনকে পাঠানো হয়েছে কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে।’

এ ব্যাপারে দেবীদ্বার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আমিরুল্লাহ জানান, দুপুরে ব্রাহ্মণপাড়ার ইত্যাদি রেস্টুরেন্টের খাবার খেয়ে পুলিশ, আনসার, বিজিবি সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত শতাধিক সদস্যের ফুড পয়জিনিং হয়েছে।

এ বিভাগের আরো খবর