বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিশোরীকে ‘হত্যা’, স্বামীকে গ্রেফতারের দাবি

  •    
  • ১০ ডিসেম্বর, ২০২০ ০১:৩১

মৃত কিশোরীর বাবা হাসেন আলী বলেন, ১ ডিসেম্বর দিবাগত রাতের কোনো এক সময় জাকিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান স্বামী মিম।

পাবনার সুজানগরে জাকিয়া সুলতানা (১৮) নামের এক কিশোরী-গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এর প্রতিবাদে ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, দুবলিয়া উচ্চ বিদ্যালয়, হাজি জসিম উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও মৃতের স্বজনসহ এলাকাবাসী।

মৃত জাকিয়া সুলতানা পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাটোয়া গ্রামের হাসেন আলীর মেয়ে ও স্থানীয় দুবলিয়া ফজিল্লাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। তার স্বামী শোভন মিম জেলার সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো. মন্তাজ আলীর ছেলে।

মানববন্ধনে মৃত কিশোরীর বাবা হাসেন আলী বলেন, দীর্ঘদিন প্রেম করার পর সাত মাস আগে বিয়ে করে জাকিয়া ও মিম। বিয়ের পর জাকিয়া জানতে পারে তার স্বামী মিম মাদকসেবী। এ নিয়ে প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া হতো। জাকিয়াকে মারধরও করতেন মিম।

গত ১ ডিসেম্বর দিবাগত রাতের কোনো এক সময় জাকিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান মিম। তাকে অতি দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান হাসেন আলী।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, নিহতের স্বজনরা থানায় একটি অভিযোগ দিয়েছেন। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মিমকে আটক করা সম্ভব হয়নি। তাকে দ্রুত আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।

এ বিভাগের আরো খবর