ঘুড়ির সুতায় জড়িয়ে গাছে ঝুলছিল একটি কাক। অনেক চেষ্টা করেও সেখান থেকে ছুটতে পারছিল না। এভাবে চলে যায় প্রায় ২৪ ঘণ্টা। ঘটনাটি বুঝতে পারেন উজ্জ্বল হোসেন নামে এক ওষুধের দোকানের কর্মী। তিনি খবর দেন জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা পাখিটি উদ্ধার করেন।
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। উজ্জ্বল হোসেনের বাসাও একই এলাকায়।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে সড়ক বিভাজকে থাকা একটি কড়ই গাছের ডালে ঝুলে থাকতে দেখেন কাকটিকে। এরপর আর খেয়াল করা হয়নি। বুধবার সকালেও দোকানে গিয়ে কাকটিকে আগের মতোই ঝুলতে দেখেন। তারপর ৯৯৯ এ ফোন করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা পাখিটি উদ্ধার করে।
উজ্জ্বল বলেন, ‘একটা পাখি সারাদিন-সারারাত গাছের ডালে ঝুলে ছিল। বিষয়টি দেখে অনেক কষ্ট হচ্ছিল। তাই ৯৯৯ এ ফোন করি। সকাল ১১টার দিকে একটি গাড়ি ও মই নিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন কর্মকর্তা লতিফুল বারী জানান, গাছের ডালে আটকে থাকা একটি ঘুড়ির সুতায় জড়িয়ে পড়েছিল কাকটি। কর্মীরা মই নিয়ে গাছে উঠে সুতাটি কেটে দেন। তখন কাকটা উড়ার চেষ্টা করে। কিন্তু অসুস্থ থাকায় খুব বেশি উড়তে পারেনি। কাকটিকে উজ্জ্বলের হেফাজতে দেওয়া হয়েছে।
উজ্জ্বল বলেন, ‘কাকটি দীর্ঘ সময় ঝুলে ছিল। তাই উড়তে পারছে না। কাকটিকে একটি গাছের ডালে বসিয়ে কেক ও পানি খেতে দিয়েছি। খেয়েছেও। উড়তে পারলে উড়ে যাবে পাখিটি।’