আলেম-ওলামাদের হেয় প্রতিপন্ন করে ও তাদের প্রতি আক্রমণাত্মক বক্তব্য না দেয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের একাংশ।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় সংগঠনটি।
গত শুক্রবার রাত দুইটার দিকে কুষ্টিয়ার পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুর চালানো হয়। পরে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ হয়। এ ঘটনায় মাদ্রাসার দুই ছাত্র ও দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আহবান জানিয়ে ছাত্র পরিষদের একাংশের আহবায়ক এপিএম সুহেল বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নিমিত্তে সাম্প্রতিক ভাস্কর্য বিতর্কে সরকার ও আলেম-ওলামাদের মধ্যকার বিরাজমান অস্থিরতা নিরসন করতে হবে।
ওই সময় সংগঠনের ৫টি দাবি তুলে ধরেন তিনি।
১. কোনো ধরনের দ্বন্দ্বে না জড়িযে দুই পক্ষের আলোচনার মাধ্যমে ভাস্কর্য বিতর্কের সুষ্ঠু সমাধান।
২. আলেম-ওলামাদের হেয় প্রতিপন্ন করা ও আক্রমণাত্মক বক্তব্য না দেয়া।
৩. উত্তেজনাবশত বা কারো উসকানিতে দেশের বিদ্যমান ভাস্কর্যগুলোর কোনো ক্ষতি না করা।
৪. দেশ ও জাতির শান্তি বজায় রাখার স্বার্থে সব ধরনের ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড পরিহার করা।
৫. ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোন কর্মকাণ্ড না করা।
সংবাদ সম্মেলনে এপিএম সুহেল ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ইসমাইল সম্রাটসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।