দুর্নীতিবাজ ও দখলদারদের বর্জ্যের সঙ্গে তুলনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার দুপুর ১২টার দিকে বাসাবো খাল ও আদি বুড়িগঙ্গা চ্যানেল ঘুরে হাজারীবাগের কালুনগর স্লুইস গেটে পৌঁছান তাপস। সেখানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মঙ্গলবার রাজধানীর ফুলবাড়িয়ায় ডিএসসিসির অভিযানের এক দিন পর এ কথা বললেন সিটি মেয়র।
কালুনগরে মেয়র বলেন, ‘দখলদাররা বাধা দিলেও উচ্ছেদ অভিযান চলবে। আমরা সংকল্প নিয়ে মাঠে নেমেছি। অবৈধভাবে যারা নদী বা রাস্তা দখল করেছে, শিগগিরই তাদের উচ্ছেদ করা হবে। এমনকি দখলদারদের সহযোগীদেরও ডিএসসিসি থেকে অপসারণ করা হবে।’
বাসাবোর নন্দিপাড়ার পর হাজারীবাগে কালুনগর খাল পরিদর্শন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন মেয়র।
তিনি বলেন, অবৈধ স্থাপনা চিহ্নিত করে রাজধানীর খালগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হবে। পাশাপাশি আদি বুড়িগঙ্গা চ্যানেল উচ্ছেদ ও সীমানা নির্ধারণ করে হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন স্থাপনা গড়ে তোলা হবে।
ডিএসসিসি থেকে এরই মধ্যে দুর্নীতিবিরোধী কাজ শুরু হয়েছে বলেও জানান মেয়র তাপস।
মেয়রের উপস্থিতির সময় কালুনগরের বাসিন্দা আবুল কাশেম বলেন, কালুনগর খালটি আগে বুড়িগঙ্গার শাখা ছিল। অনেকে এখান থেকে মাছ ধরে বিক্রি করত। একপর্যায়ে খালটি প্রভাবশালীদের দখলে চলে যায়। বহুতল ভবন নির্মাণ করা হয়। নদীর চারদিকে গড়ে ওঠে কলকারখানা।
কালুনগর স্লুইস গেট এলাকার বাসিন্দা ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বলেন, বুড়িগঙ্গার চ্যানেলটি দখলমুক্ত করে হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন করতে এলাকাবাসী দাবি জানিয়েছে।