পদ্মায় ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১১ ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দীন রাসেল জানান, সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত সোয়া ১০টার দিকে হঠাৎ কুয়াশার ঘনত্ব বেড়ে ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে পড়ে। এতে ফেরি চলাচল ঝুকিপূর্ণ হয়ে যায়।
সহকারী ব্যবস্থাপক আরও জানান, এই নৌরুটে ১৬টি ফেরি চলাচল করে। সবগুলোই ঘাটে নোঙ্গর করা আছে।
বিআইডব্লিটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলেই ফেরি চলাচল শুরু হবে।
এদিকে নদী পার হওয়ার অপেক্ষায় আছে চারশর বেশি যানবাহন। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ঘাটে আটকা পড়া কবির মাহমুদ নামের এক যাত্রী জানান, মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে রওনা হয়ে রাত ৯টার দিকে পাটুরিয়া ঘাটে পৌঁছান। কিন্তু বুধবার সকালেও তিনি ঘাটেই আটকা আছেন। কখন নদী পার হতে পারবেন আর কখন খুলনা পৌঁছাবেন জানেন না।
কুয়াশার কারণে রাত থেকে বন্ধ আছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরি। তবে ১০ ঘণ্টা পর সকাল সাড়ে আটটার দিক থেকে চলতে শুরু করেছে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটের ফেরি।