লরি ট্রাকে করে ফেন্সিডিল পাচারের সময় রাজধানীর ধানমন্ডির ঝিগাতলা বাসস্ট্যান্ড থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-২ জানিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় মো. মাইন উদ্দিন (৩৬) নামে ওই ব্যক্তিকে তিনশ ৮৩ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবদুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কুমিল্লা থেকে ট্রাকে করে মাদকের একটি বড় চালান রাজধানীতে আসছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর ভিত্তিতে ধানমন্ডি ঝিগাতলা বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসায় র্যাব। ভোর সাড়ে পাঁচটার সময় একটি বড় লরি ট্রাক ঘটনাস্থলে পৌঁছায়।
র্যাব জানায়, এসময় ট্রাকটি থামিয়ে চালক মাইন উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে গাড়ির চালকের আসনের পেছনে লুকানো ফেন্সিডিল ভর্তি দুটি ব্যাগ পাওয়া যায়। এতে তিনশ ৮৩ বোতল ফেন্সিডিল ছিল, যার বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।
এ সময় এক বোতল বিদেশি মদসহ ফেন্সিডিল বহনের কাজে ব্যবহার করা ট্রাকটিও জব্দ করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানিয়েছে, মাইন উদ্দিন কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল এনে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।