দফায় দফায় প্রকল্প সংশোধনে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বার বার সংশোধনে সময় ও ব্যয় বাড়ে। এতে করে সরকারি অর্থের অপচয় হয়। আবার সংশোধন, আবার টাকা বাড়ানো –এ ধরনের প্রবণতা বন্ধ করে যথাসময়ে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নিবার্হী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী।
সভা শেষে শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (সদস্য) জ্যেষ্ঠ সচিব ড. শামসুল আলম। প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের সব সড়কের মাস্টারপ্ল্যান করারও নির্দেশনা দেন বলে জানান ড. শামসুল আলম।
একনেক সভায় দুটি প্রকল্প সংশোধনের প্রস্তাব উত্থাপিত হয়।
এর একটি হলো কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন এবং ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ। সংশোধনীতে প্রকল্পের মেয়াদ দুই বছর এবং খরচ ৪১ কোটি টাকা বেড়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে সংবাদ সম্মেলনে শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী সরাসরি জানতে চেয়েছেন, প্রকল্পটি তো ছোট, কাজ শেষ হতে এত সময় লাগার কথা নয়। দেরি হওয়ার কারণ কী?
তিনি জানতে চেয়েছেন প্রকল্প পরিচালক কে? প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন না। সেখানকার সচিবও নতুন। তিনিও উত্তর দেননি। প্রকল্প বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।
শামসুল আলম আরও জানান, সব প্রকল্প যেন যথাসময়ে শেষ হয়, সেই ব্যবস্থা এবং কেন বিলম্ব হচ্ছে তার কারণ অনুসন্ধানের কথা বলেছেন প্রধানমন্ত্রী।
সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের সংশোধনী আনা হয়। এ প্রকল্পের সময় বাড়ানো হয় তিন বছর। আর খরচ বাড়ে ৪৪ কোটি টাকা।
এ প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে সাংবাদিকদের শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন প্রকল্পটি নেয়া হয়েছিল এক বছরের জন্য। এত দীর্ঘ সময় কেনো লাগলো?
আবার সংশোধন, আবার টাকা বাড়ানো– এটা চলতে দেয়া যায় না। বার বার প্রকল্প সংশোধনের প্রবণতা থেকে বরে হয়ে আসতে হবে। যথাসময়ে কাজ শেষ করতে হবে। অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী।
একনেক সভায় দক্ষিণাঞ্চলের সব সড়কের মাস্টারপ্ল্যান করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনা কমিশনের সদস্য বলেন, পদ্মা সেতু হলে উন্নয়ন কার্যক্রমে নতুন গতিশীলতা তৈরি হবে। সে কারণে দক্ষিণাঞ্চলের পুরো এলাকার মাস্টারপ্ল্যান করার কথা বলেন প্রধানমন্ত্রী।