সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞাপন প্রচার করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
গ্রেফতার দুজন হলেন শাহীন সরকার (৩৫) ও মিজানুর রহমান (৩৮)।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম বলেন, প্রতারকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞাপন প্রচার, বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরির প্রলোভনসহ বিভিন্ন সেবা দেয়ার নামে নেটিজেনদের আকৃষ্ট করত। এ ছাড়াও মুক্তিযোদ্ধার সংশোধিত তালিকায় অন্তর্ভুক্তিসহ বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে লোক নেয়া হবে বলে তাদের কাছে চিঠি দিত। এ ক্ষেত্রে খাওয়া ও পোশাক বাবদ, মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ড বাবদ ও সিকিউরিটি মানির কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত।
এ রকম ভুক্তভোগীর অভিযোগে শনিবার সবুজবাগ থানায় একটা মামলা হয়।
তিনি জানান, গ্রেফতার দুজনের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সিল, ভুয়া স্বাক্ষর, চাকরি দেয়ার ভুয়া অনুমোদনপত্র, বীর মুক্তিযোদ্ধাদের নামসহ গেজেট, মোবাইল ফোন ও পাঁচটি সিম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এ ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
তিনি আরও জানান, তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।