বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাস্তি তার নিজেকে ভুয়া কাজী বলে মাইকিং করা

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২০ ০১:৪১

সাত ইউনিয়নে সাত দিন মাইকিংয়ের শাস্তির এরই মধ্যে দুই দিন মাইকিং করেছেন তিনি। আরও পাঁচ ইউনিয়নে পাঁচদিন দিন মাইকিং করতে হবে তাকে।

নিজে ভুয়া কাজী হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছেন শেরপুরের ঝিনাইগাতীর সুরিহারা গ্রামের বাছেদ মিয়া। বাল্যবিয়ে পড়ানোর পর উপজেলা প্রশাসন অভিনব এক শাস্তি দিয়েছে তাকে। শাস্তি হিসেবে সাত দিন সাত ইউনিয়নে মাইকিং করে নিজেকে ভুয়া কাজী হিসেবে বলে বেড়াবেন।

সাত ইউনিয়নে সাত দিন মাইকিংয়ের শাস্তির এরই মধ্যে দুই দিন মাইকিং করেছেন তিনি। আরও পাঁচ ইউনিয়নে পাঁচদিন মাইকিং করতে হবে তাকে।

বাছেদের মাইকিংয়ের এমন ঘটনায় এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। অনেকেই অবশ্য একে ইতিবাচক হিসেবেও দেখছেন।

স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে ভুয়া কাজী বাছেদ মিয়া ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের পাগলারমুখ গ্রামে বাল্যবিয়ে পড়াচ্ছিলেন। খবর যায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের কাছে। তিনি ঘটনাস্থলে আসলে পালিয়ে যান বাছেদ। পরদিন ইউএনও রুবেল মাহমুদ তাকে খুঁজে না পেয়ে সারা উপজেলায় মাইকিং করে ইউএনও কার্যালয়ে গিয়ে ভলিউমসহ যোগাযোগ করার নির্দেশ দেন তাকে। অন্যথায় তাকে বাল্য বিয়ে দেয়ার অপরাধে অভিযুক্ত করে শাস্তির আওতায় আনা হবে।

নির্দেশের পরও দুই মাস পালিয়ে থেকে অবশেষে বাছেদ মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে হাজির হন। শাস্তি থেকে ক্ষমা চান। ইউএনও তাকে শাস্তি হিসেবে প্রথমত নিজেকে ভুয়া কাজী হিসেবে সাত দিন মাইকিং করে বলে বেড়াতে বলেন। একই সঙ্গে ভবিষ্যতে বিয়ের কাবিন করাবেন না, বাল্যবিয়ে পড়াবেন না এটাও বলতে বলা হয়।

দ্বিতীয় শর্ত হিসেবে বলা হয়েছে, তিনি আর এসব কাজ করবেন না বলে ১০০ টাকার ১০০টি স্ট্যাম্পে উপজেলার সাত ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারসহ সবার কাছে অঙ্গীকার নামা দিতে হবে।

ইউএনও রুবেল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শাস্তির পরিবর্তে নিজের দোষ জনগণের কাছে প্রচার করে এক দিকে নিজে ভালো হবেন, আর অন্যরাও এতে সতর্ক হবেন। অন্যরা যাতে আর এ পথে পা না বাড়ান সেটাও নিশ্চিত করা যাবে।’

বাছেদ মিয়া বলেন, ‘আমি ১০০ স্ট্যাম্পে স্বাক্ষর করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে অঙ্গীকার করছি ভবিষ্যতে ভুয়া পরিচয়ে বাল্যবিয়ে ও অনৈতিক কোনো কাজ করব না।’

স্থানীয়রা বাছেদ মিয়ার এমন মাইকিংকে সাধুবাদ জানিয়েছেন। পথচারী রফিক মিয়া জানান, সব জায়গাতে এভাবে ব্যবস্থা নিলে ভুয়া কোনো কাজই কেউ করত না।

এ বিভাগের আরো খবর