বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপির প্রার্থীদের হুমকি দেয়ার অভিযোগ

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২০ ০১:০৩

এমরান সালেহ প্রিন্স অভিযোগ করে বলেছেন, ক্ষমতার দাপটে প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগের প্রার্থী এবং তাদের নেতাকর্মীরা বেপরোয়াভাবে নির্বাচনী কর্মকাণ্ডের নামে বিএনপি প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হুমকি-ধামকি দিচ্ছে।

আগামী ১০ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা ও উপজেলা নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থীদের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক দফতরের দায়িত্বপ্রাপ্ত এমরান সালেহ প্রিন্স

সোমবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে এ অভিযোগ করেন।

প্রিন্স বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য বিএনপি মনোনীত প্রার্থী মতিউর রহমান ঝালুকে অনৈতিকভাবে চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে।  ফরিদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নায়াব ইউসুফের নির্বাচনী ক্যাম্প গত ৫ ডিসেম্বর রাতের অন্ধকারে আওয়ামী লীগের কর্মীরা গুঁড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হাসানকে মনোনয়ন প্রত্যাহারের জন্য আওয়ামী লীগ প্রার্থী হুমকি প্রদান করেছেন। তাকে হত্যা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও বসতঘর জালিয়ে দেয়ারও হুমকি দেয়া হয়েছে।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলা-মামলা ও হয়রানি চলছে।

‘পাবনার ঈশ্বরদী ও বেড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থীদের হুমকি দেয়া হচ্ছে, তাদের প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এবং পোস্টার লাগালে পরের দিনই তা ছিড়ে প্রকাশ্যে অগ্নিসংযোগ করে ভীতি ছড়ানো হচ্ছে।’

তিনি আরও অভিযোগ করেন, প্রচারের মাইক ও অটোরিকশা ভাংচুর করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধামকি দেয়া হচ্ছে।

বরগুনা জেলার বেতাগী পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছে অভিযোগ করে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘প্রচারে বের হলেই বিএনপি নেতাকর্মীদের ওপর প্রকাশ্যে হামলা চালানো হচ্ছে।’

তিনি বলেন, ওইসব এলাকায় নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই। ক্ষমতার দাপটে প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগের প্রার্থী এবং তাদের নেতাকর্মীরা বেপরোয়াভাবে নির্বাচনী কর্মকাণ্ডের নামে বিএনপি প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হুমকি-ধামকি দিচ্ছে।

বিবৃতিতে চিনিকল বন্ধের প্রতিবাদে শ্রমিক দল বুধবার বেলা ১১ টায় জাতীয় প্রেস-ক্লাবের সামনে মানববন্ধন করবে বলেও জানান এমরান সালেহ প্রিন্স।

এ বিভাগের আরো খবর