৬০ হাজারটি ইয়াবা উদ্ধারের মামলায় মো. নাছিফ ইকবাল ওরফে তপু নামের এক ব্যক্তিকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় দেন।
কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি তপু আদালতে হাজির ছিলেন। রায় হওয়ার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
তপু লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের সোনাপুর বাজারের দক্ষিণ পাশের পাটোয়ারী বাড়ির আবুল হাসেম মোল্লার ছেলে। সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি সালাহউদ্দিন হাওলাদার নিউজবাংলাকে এ তথ্য জানান।
২০১৮ সালের ১৭ আগস্ট রাজধানীর শাহবাগ থানাধীন ফুলবাড়িয়া এলাকা থেকে ৬০ হাজার ১৫০টি ইয়াবাসহ মো. নাছিফ ইকবাল ওরফে তপুকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। ওইদিনই ডিবি পুলিশের এসআই বদরুল আলম শাহবাগ থানায় মামলা করেন।
মামলার তদন্ত করে গত বছরের ২২ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. আরজুন।