সাত বছরের শিশু ধর্ষণের দায়ে এক জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেবুন্নেসা আয়শা চকরিয়া উপজেলার মোহাম্মদ ইসলামকে এ দণ্ড দেন।
রায়ে ক্ষতিপূরণ হিসাবে অর্থদণ্ডের টাকা ধর্ষণের শিকার শিশুকে দিতে বলা হয়। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক।
এ ছাড়া জরিমানার টাকা দিতে না পারলে আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে আসামির এক লাখ টাকার সমপরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে জেলা কালেক্টরকে নির্দেশ দেয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষে তিনিই মামলাটি পরিচালনা করেন।
আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার।
মামলার বিবরণ বলা হয়, ২০১৭ সালের ২৮ জানুয়ারি বিকেলে রামুর একটি মসজিদের পাশে ইমাম-মুয়াজ্জিনের জন্য নির্মাণাধীন একটি ভবনের ভেতর নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন মোহাম্মদ ইসলাম। ওই ঘটনায় রামু থানায় মামলাটি করা হয়।