বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৪ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চালু

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২০ ০৯:৩৭

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছয়টি ফেরি চলাচল করে। ফেরিগুলোতে ফগ লাইট না থাকায় শীতকাল এলেই এ ধরনের বিড়ম্বনায় পড়তে হয়।

ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝনদীতে আটকা পড়া একটি ফেরি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) ঘাট ব্যবস্থাপক আবদুল মোমেন জানান, মধ্যরাত থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর চারটা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় চাঁদপুরগামী একটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। কুয়াশা কেটে যাওয়ায় সকাল আটটা থেকে ফেরি চলাচল শুরু করা হয়েছে।

এদিকে ফেরি বন্ধু থাকায় ঘাটে শতাধিক যানবাহন আটকা পড়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

আবদুল মোমেন জানান, শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছয়টি ফেরি চলাচল করে। ফেরিগুলোতে ফগ লাইট না থাকায় শীতকাল এলেই এ ধরনের বিড়ম্বনায় পড়তে হয়।

ফগ লাইটের জন্য তারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। সেগুলো পাওয়া গেলে পরিস্থিতির উত্তরণ ঘটবে বলে জানান ঘাট ব্যবস্থাপক।

এ বিভাগের আরো খবর