বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের দাবি মন্তব্য করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এ দেশে কাউকে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে দেয়া হবে না।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
গত শুক্রবার রাত ২টার দিকে কুষ্টিয়ার পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুর চালানো হয়। এই ঘটনার তীব্র সমালোচনা চলছে। ঘটনায় জড়িতদের বিচার দাবিতে রোববার দেশের সব জেলায় কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ।
জাতীয় প্রেসক্লাবের অনুষ্ঠানে ক্ষমতাসীন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, ‘কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর যারা আঘাত হেনেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া জনগণের দাবি। সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা ভেঙে অসম্প্রদায়িক রাষ্ট্র রচনার জন্যই বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি। এখানে কাউকে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে দেয়া হবে না।’
ভাস্কর্যবিরোধীদের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘টেলিভিশনে তাদের চেহারা দেখানো, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যে ভাস্কর্যবিরোধী পোস্ট দেন, তাদের বক্তব্য অনুযায়ী সেটিও তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। অতএব এই সমস্ত বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।’
অনেক মুসলিম দেশেও বিখ্যাত ব্যক্তিদের ভাস্কর্য আছে জানিয়ে তিনি বলেন, ‘ইসলামের কল্যাণে এ দেশে আলেম সমাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু করেছেন, কেউ এতো কাজ করে নাই।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে প্রায় এক লাখ মসজিদভিত্তিক মক্তব হয়েছে, প্রতি জন আলেম সেখানে মাসে সাড়ে ৪ হাজার টাকার বেশি সরকারি ভাতা পাচ্ছেন।
‘কওমী মাদ্রাসার স্বীকৃতির দাবি ১০০ বছরে কেউ পূরণ করেনি। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এই কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন এবং এরপর সেখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা সরকারি চাকরিও পেয়েছে।’