বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা সনদ ছাড়া দেশে ৪৩৩ জন

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২০ ২১:৩৩

গত ৩ ডিসেম্বর বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামুলক ঘোষণা করে সার্কুলার জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ নির্দেশনা কার্যকর হয়েছে ৫ ডিসেম্বর থেকে।

বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার পরেও অনেক এয়ারলাইন্সই তা মানছে না। গত দুই দিনে করোনা সনদ ছাড়াই বিভিন্ন এয়ারলাইন্সে করে দেশে এসেছেন ৪৩৩ জন।

এই এয়ারলাইন্সগুলোকে মৌখিকভাবে সতর্ক করে নির্দেশনা মানার নির্দেশ দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

করোনা নেগেটিভ সনদ না থাকা এ যাত্রীদের সরকারি কোয়ারেন্টিনে পাঠানার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এই ৪৩৩ জনের বেশিরভাগই এসেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। আর এদের নিয়ে এসেছে নয়টি এয়ারলাইন্স। এদের মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলো হলো সালাম এয়ার, কুয়েত এয়ারওয়েজ, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার এশিয়া, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, তার্কিশ এয়ারলাইন্স।

শীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করা সরকার স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিচ্ছে। মাস্ক পরা বাধ্যতামূলক করে তা মানা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও চালানো হচ্ছে।

এর মধ্যে গত ৩ ডিসেম্বর বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামুলক ঘোষণা করে সার্কুলার জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ নির্দেশনা কার্যকর হয়েছে ৫ ডিসেম্বর থেকে।

সার্কুলারে বলা হয়, বাংলাদেশে আসতে ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করাতে হবে। সেই সঙ্গে বিমানবন্দরে অবশ্যই কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে।

কোনো যাত্রীর মধ্যে করোনার উপসর্গ দেখা গেলে নেগেটিভ সনদ থাকলেও বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে বলেও সার্কুলারে বলা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান নিউজবাংলাকে বলেন, ‘মধ্যপ্রাচ্য থেকে আসা প্রবাসীকর্মীদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়েছিল বলে জানিয়েছি এয়ারলাইন্সগুলো। যারা এসেছেন তারা মুলত র‌্যাপিড টেস্ট করিয়ে এসেছেন, যেটি এদেশে গ্রহণযোগ্য নয়’

তিনি বলেন, ‘আমরা কয়েকটি এয়ারলাইন্সকে সতর্ক করেছি, তারা যেন পিসিআর টেস্ট ছাড়া যাত্রী না আনেন। এরপরও যদি কোনো এয়ারলাইন্স এমন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের ফ্লাইট স্থগিতের মতো সিদ্ধান্তও নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর