স্বতন্ত্র সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উপনির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার বিষয়টি নিশ্চিত করেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। তিনি নিউজবাংলাকে বলেন, চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করা হয়েছে। শিগগিরই সংশ্লিষ্টদের চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেয়া হবে।
নিজেদের গঠন করা তদন্ত কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত নিল ইসি।
গত ১০ অক্টোবর এ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কাউছার জয়ী হন। এ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছিল ইসি। ওই মামলায় দুই শর্তে জামিনে আছেন নিক্সন চৌধুরী।উপনির্বাচনে আগের রাতে ব্যালটে সিলমারাসহ নানা অনিয়মের অভিযোগ তদন্ত করে ইসির একটি কমিটি। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুজ্জামান তালুকদার ও নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহেদুন্নবী চৌধুরীর কমিটি এ নির্বাচনে অনিয়মের সত্যতা পায়।
অনিয়মের অভিযোগে ১৫ অক্টোবর নিক্সনের বিরুদ্ধে মামলা করে ইসি। উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বাদী হয়ে চরভদ্রাসন থানায় এ মামলা করেন।
গত ১০ অক্টোবর এ উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক ও সহকারী কমিশনারকে (ভূমি) গালাগাল ও হুমকি দেয়ার অভিযোগ ওঠে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় একটি অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিক্সনের বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। তবে নিক্সন চৌধুরীর দাবি, অডিওটি সুপার এডিট করা।