মাদারীপুরের কালকিনিতে মক্তবে পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সাত বছরের এক শিশু। পরিবারের করা মামলায় ধর্ষণে অভিযুক্ত মসজিদের ইমাম সফিকুল ইসলামকে (৩০) রোববার ভোরে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ধর্ষণের শিকার শিশুকে উদ্ধার করে পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের কাছ থেকে জানা গেছে, সফিকুল বরিশালের গৌরনদীর চরকুতুবপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুরের কালকিনি উপজেলার একটি মসজিদে ইমামের চাকরি করছেন। সেই মসজিদের মক্তবে সকালে শিশুরা আরবি পড়তে যায় তার কাছে। গত শনিবার ওই শিশু পড়তে গেলে ঈমাম তাকে রুমে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি বাড়ি ফিরে ঘটনা জানালে তার মা বাদি হয়ে মামলা করেন।
রোববার গ্রেফতার সফিকুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরউদ্দিন মৃধা বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আসামি সফিকুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’