কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও পেয়েছে নিউজবাংলা।
ভাস্কর্যের কাছেই সিটি ব্যাংক কুষ্টিয়া শাখার অফিসের সামনে পুলিশের বসানো ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ এটি।
এতে দেখা যায়, শুক্রবার রাত ২টা ১৬ মিনিটে সাদা জোব্বা ও টুপি পরা দুজন মই বেয়ে ভাস্কর্য বানানোর জন্য তৈরি অস্থায়ী প্ল্যাটফর্মে ওঠেন। এরপর হাতুড়ি জাতীয় কিছু দিয়ে ভাস্কর্যে বাড়ি দিতে থাকেন।
ওই দুজনসহ বেশ কয়েক জনকে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়া গেছে। তবে পুলিশ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলছে না।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, ‘অপেক্ষা করুন। কিছু ভালো খবর দিতে পারব।’
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক ডাকা হয়েছে। এতে যোগ দিতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়া পৌঁছেছেন।
এর আগে সকালে জেলা আওয়ামী লীগও মিটিং করেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।
এদিকে রাতে বিএনপি নেতার ভাইয়ের মালিকাধীন এসবি সুপার ডিলাক্স ভাঙচুরের সময় হামলার শিকার দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেছেন, এই মামলায় জেলা ছাত্রলীগের সর্বশেষ বিলুপ্ত কমিটির সাদ আহমেদসহ অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়েছে।
রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল।
প্রথমে হুমকি দেয়া হয়, ভাস্কর্য হলে সেটি বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে। পরে হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী বলেন, ভাস্কর্য হলে তারা টেনেহিঁচড়ে ফেলে দেবেন।
এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করছে আওয়ামী লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। ভাস্কর্য নিয়ে কটূক্তিকারী মামুনুল হক ও বাবুনগরীকে গ্রেফতারের দাবি জানায় ৬০টি সংগঠন।