কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িতদের আটকের তথ্য পাওয়া গেছে।
রোববার মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীরা শনাক্ত হয়েছে, দ্রুতই গ্রেফতারের সংবাদ পাবেন।’
তবে পুলিশ এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই বলছে না।
কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, ‘অপেক্ষা করুন, কিছু ভালো খবর দিতে পারব।’
রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে কওমি মাদ্রাসাকেন্দ্রিক কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের অবস্থানের মধ্যে কুষ্টিয়ার পাঁচ রাস্তা মোড়ে শুক্রবার রাতে নির্মাণাধীন ভাস্কর্যটি ভাঙচুর করা হয়।
মাদ্রাসার আশেপাশে পুলিশের স্থাপন করা বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে পুরো ঘটনাটি। পুলিশের বিশেষায়িত দল শনিবার সকাল থেকেই ভিডিও পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করে।
এর অংশ হিসেবে প্রথমে স্থানীয় ইবনে মাসউদ মাদ্রাসার দুই শিক্ষার্থীকে ধরা হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এই দুই জন হলেন আবু বকর ও নাহিদ। এরপর তাদের দেয়া তথ্য অনুযায়ী আলামীন ও ইউসূফ নামে আরও দুই জনকে আটক করে পুলিশ
অবশ্য কুষ্টিয়ার পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য জানায়নি।