বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাস্কর্য নিয়ে সমাধান এক সপ্তাহে: ধর্ম প্রতিমন্ত্রী

  •    
  • ৫ ডিসেম্বর, ২০২০ ১৯:৩২

‘ইতোমধ্যে ভাস্কর্য নিয়ে সমস্যার অনেকটাই নিরসন হয়েছে। বাকি এক সপ্তাহের মধ্যে সব সমস্যার সমাধান হবে বলে আমাদের বিশ্বাস।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে যে পরিস্থিতির তৈরি হয়েছে তা এক সপ্তাহের মধ্যে সমাধান হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

মন্ত্রিসভার সদস্য হওয়ার পর নিজ জেলা জামালপুরে প্রথম সফরে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন নতুন প্রতিমন্ত্রী।

ফরিদুল বলেন, ‘ভাস্কর্য নিয়ে কিছু সমস্যা নিরসন হয়েছে বাকি সব সমস্যা এক সপ্তাহের মধ্যে সমাধান হবে।’

রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে ধর্মভিত্তিক বেশ কিছু দল। হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী হুমকি দিয়েছেন, ভাস্কর্য নির্মাণ হলে তারা টেনেহিঁচড়ে ফেলে দেবেন।

প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে ফরিদুল বলেছিলেন, বাবুনগরীদেরকে তারা বোঝাতে চান। গত ২৯ নভেম্বর সচিবালয়ে তিনি বলেন, ‘যারা এটা নিয়ে আলোচনা করছে, তাদের বুঝতে হবে, ভাস্কর্য ও মূর্তি এক নয়। বিষয়গুলো নিয়ে বসে আলোচনা করে কী করা যায়, সেটা ঠিক করে ব্যবস্থা নেয়া হবে।’

শনিবার জামালপুরে তিনি বলেন, ‘ইতিমধ্যে ভাস্কর্য নিয়ে সমস্যার অনেকটাই নিরসন হয়েছে। বাকি এক সপ্তাহের মধ্যে সব সমস্যার সমাধান হবে বলে আমাদের বিশ্বাস।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে। এটা অসাম্প্রয়দায়িকতার বাংলাদেশ। এই বাংলাদেশ সাম্প্রদায়িকতার কোনো চিহ্ন নিয়ে কাজ করে না। অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য যা করার দরকার সেই বিষয়ে আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মত বিনিময়ে অংশ নেন প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে সভায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম, স্থানীয় সংসদ সদস্য মির্জা আজম, মোজাফফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক সংবর্ধনায় অংশ নেন করেন ধর্ম প্রতিমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তার জন্য আমি চির কৃতজ্ঞ।’ 

ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল লতিফ সরকার।

এ বিভাগের আরো খবর