জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ওঠা বিতর্কের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেয়াল রাখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলটির অন্যতম প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রাজধানীর দোয়েল চত্বরে জাতীয় তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই এ বিষয়ে দেখছেন। তিনি জানেন, পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়।’
ভাস্কর্য ইস্যুতে মাথা গরম না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমরা সরকারে আছি, আমাদের সব ব্যাপারে মাথা গরম করলে চলবে না।’
তিনি বলেন, ‘আমরা সরাসরি কারও সঙ্গে সংঘাতে যাব না। আমার শুধু যুক্তি-তর্ক দিয়ে বলব, মূর্তি আর ভাস্কর্য এক নয়।’
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে জাতীয় তিন নেতার মাজারে আওয়ামী লীগের শ্রদ্ধা। ছবি: নিউজবাংলা
দেশের গণতন্ত্র নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শৃঙ্খলমুক্ত হলেও একটি অশুভ শক্তির অপচেষ্টার কারণে গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।
তিনি বলেন, ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রয়াণ দিবসে আমাদের লক্ষ্য হবে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। গণতন্ত্র একটি বিকাশমান ধারা। রাতারাতি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় না।’
সাম্প্রদায়িক অপশক্তি গণতন্ত্রের শত্রু বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের।
রাজধানীর ধোলাইপাড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সম্প্রতি ধর্মভিত্তিক দলের কয়েক জন নেতা ‘আপত্তিকর’ বক্তব্য দেন। এরপর দেশব্যাপী প্রতিবাদ শুরু করে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। প্রতিবাদকারীরা এ ধরনের বক্তব্যের তীব্র সমালোচনা করেন।