বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯৫তম রিক্রুট ব্যাচের সৈনিকরা (নারী-পুরুষ) শপথ গ্রহণ করবেন শনিবার।
বান্দরবানের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসি অ্যান্ড সি) মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সৈনিকদের শপথ পড়ানো হবে।
সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন।
তিনি বিজিবির চৌকষ দলের কুচকাওয়াজ উপভোগ ও সালাম গ্রহণ করবেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখবেন।
শরিফুল ইসলাম বলেন, ‘অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রায় আড়াই হাজার সৈনিক শনিবার শপথ নেবেন।’