জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দুর্নীতি ও স্বজনপ্রীতি একটি দেশের উন্নয়নের অন্তরায়। গেল ত্রিশ বছরে আওয়ামী লীগ ও বিএনপি দুর্নীতি-স্বজনপ্রীতি রোধ করতে ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষ বঞ্চিত হয়েছে সুশাসন থেকে।
শুক্রবার জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে লালমনিরহাট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বসুনীয়া জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় লালমনিরহাট থেকে আসা জাতীয় পার্টির নেতা-কর্মীদের উদ্দেশে জাতীয় পার্টি চেয়ারম্যান বক্তৃতা করেন।
জি এম কাদের বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নয় বছরের শাসনামলে দেশে উন্নয়ন ও সুশাসন দিতে সক্ষম হয়েছিলেন। তাই দেশের মঙ্গলময় ভবিষ্যতের জন্য জাতীয় পার্টির সরকার ক্ষমতায় যাওয়া অনিবার্য হয়ে পড়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আইনজীবী মো. রেজাউল ইসলাম ভূঁইয়া ও আলমগীর সিকদার লোটন।