রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া মানিকদি এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন কলেজছাত্র ইফতিখারুল ইসলাম। গুরুতর আহত হয়েছেন তার বন্ধু অনন্ত বড়ুয়া।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
ইফতিখারুলের বাসা বাসাবো আর অনন্তের বাসা কদমতলী এলাকায়। খেলা দেখতে যাওয়ার কথা বলে সকালে ইফতেখারুল বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন।
দুই বন্ধু সম্প্রতি মোটরসাইকেল চালানো শিখেছিলেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন নিউজবাংলাকে জানান, ইফতিখারুল রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। অনন্ত নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষে পড়েন। তারা খেলা দেখতে যাওয়ার কথা বলে বাইকে করে বের হয়েছিলেন। ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ইফতেখারুলকে মৃত ঘোষণা করেন।
অনন্তের অবস্থাও আশঙ্কাজনক। তিনি কথা বলতে পারছেন না বলে জানিয়েছেন এসআই মহসিন।