বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শহিদ মিনারে সম্মেলনে জুতা পায়ে এমপি রত্না

  •    
  • ৪ ডিসেম্বর, ২০২০ ০১:০৫

এ বিষয়ে বক্তব্য জানতে সংরক্ষিত আসনের সংসদ সদস্য জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি রত্না আহমেদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কলটি রিসিভ করে এক মহিলা বলেন, ‘তিনি ব্যস্ত আছেন। একটু পরে কল দিন।’

বিজয়ের মাসে নাটোরে শহিদ মিনারে মঞ্চ বানিয়ে সম্মেলন করেছে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ সম্মেলন হয়। দিঘাপতিয়া গণভবন সংলগ্ন শহিদ মিনারে বিশাল মঞ্চ বানিয়ে মিনারের স্তম্ভ ঢেকে অনুষ্ঠান করা হয়।

সম্মেলনের মঞ্চে জুতা পরেই উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদসহ জেলা আওয়ামী লীগের নেতারা। সেখানে কাউকে করোনার স্বাস্থ্যবিধিও মানতে দেখা যায়নি।

বিজয়ের মাসে শহিদ মিনারের এমন অবমাননায় উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস সম্মেলন অনুষ্ঠানে থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, শহিদ মিনারে অনুষ্ঠান হওয়ার বিষয়টি তিনি তেমনভাবে খেয়াল করেননি। এটা তার বড় একটা ভুল। বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে সংরক্ষিত আসনের সংসদ সদস্য জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি রত্না আহমেদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কলটি রিসিভ করে এক মহিলা বলেন, ‘তিনি ব্যস্ত আছেন। একটু পরে কল দিন।’

নাটোর সদরে শহিদ মিনারে মঞ্চ বানিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করা হয়। ছবি: নিউজবাংলা

 

এরপর কয়েকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

বক্তব্য নিতে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিউটি খাতুনকে ফোন দিলে তিনিও রিসিভ করেননি।

নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে দেখব।’

এ বিভাগের আরো খবর