খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সৌদি প্রবাসী মুমিনুল হক (৪৫) হত্যা মামলায় তার স্ত্রীসহ পাঁচ জনকে ফাঁসির আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারির ওই ঘটনায় করা মামলার বৃহস্পতিবার দুপুরে পাঁচ আসামির মধ্যে চার জনের উপস্থিতিতে এ রায় দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মুমিনুলের স্ত্রী রাবেয়া আক্তার (৩৫), রাবেয়ার আত্মীয় সাইফুল ইসলাম (২৪) ও মো. ফিরোজ (২৮) এবং দুই ভাড়াটে খুনি আবুল কালাম (২২) ও আবুল আসাদ মিঠু (২০)। মিঠু পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী মুমিনুল ছুটিতে ২০১৫ সালের ডিসেম্বরে দেশে আসেন। স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় এবং টাকা-পয়সা নিয়ে বিবাদের জেরে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি রাতে গুইমারার বড় পিলাক এলাকায় তাকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন পুলিশ তার মরদেহ উদ্ধার করে অজ্ঞাতপরিচয় হিসেবে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করে।
মামলায় ২০১৬ সালেরই ৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এতে মুমিনুল হকের স্ত্রীসহ পাঁচ জনকে আসামি করা হয়। মামলায় ১২ জন সাক্ষ্য দিয়েছেন।
আদালত পাঁচ আসামিকেই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দিয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো জানিয়েছেন, তারা রায়ে সন্তুষ্ট। এ ঘটনায় রাবেয়া আক্তারের পরকীয়া প্রেমিকের কোনো সংশ্লিষ্টতা ছিল না। আসামিপক্ষের আইনজীবী আরিফ উদ্দিন জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।