ইসলামিক রিলিফের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মাদ আকমল শরীফ ও 'আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন' এর চেয়ারম্যান অধ্যাপক আবু রেজা নদভী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের কাছে মেশিনগুলো তুলে দেন।
কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় ৫০টি হাই ফ্লো নাসাল ক্যানুলা মেশিন পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইসলামিক রিলিফ নামের একটি আন্তর্জাতিক সংস্থা এই যন্ত্রগুলো হস্তান্তর করে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামিক রিলিফের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মাদ আকমল শরীফ ও 'আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন' এর চেয়ারম্যান অধ্যাপক আবু রেজা নদভী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের কাছে মেশিনগুলো তুলে দেন।
এই মেশিনগুলো করোনাভাইরাসে সংক্রমিত মানুষের চিকিৎসায় ভেন্টিলেটর যন্ত্রের বিকল্প হিসেবে কাজ করে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।