পাবর্ত্য শান্তিচুক্তির ৭২টির মধ্যে ৪৮টি ধারা পরিপূর্ণ বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
বুধবার পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৩তম বর্ষপূর্তিতে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়নে কোনো সমস্যা হলে অভিযোগ না করে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
‘শান্তিচুক্তির ২৩ বছর পূর্ণ হলো আজ। আমরা সব ধারা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। ১৫টি ধারা আংশিক হয়েছে, আর নয়টি ধারা প্রক্রিয়াধীন আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূমি।’
মন্ত্রী বলেন, ‘২০১৭ সালে সংসদে সংশোধিত আকারে প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমি কমিশন আইন পাস হয়। ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য আমাদের কয়েকবার চেয়ারম্যান পরিবর্তন করতে হয়েছে। ভূমি নিষ্পত্তির জন্য কিছু বিধি বিধান, আইন কানুনের বিষয় আছে। ভূমি মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে।
‘আমাদের লক্ষ্য শান্তি, উন্নয়ন। আমরা যারা শান্তি চাই, হাতে হাত লাগিয়ে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে অভিযোগ বা ব্লেম নয়, কোন জায়গায় বাধা আছে ও সমস্যা হলে কীভাবে সমাধান করা যায় সেটি দেখতে হবে।’
আলোচনায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা ও তথ্য কমিশনের সচিব সদুত্ত চাকমা প্রমুখ।