বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনুমতি ছাড়া সমাবেশ নয়, স্মরণ করাল ডিএমপি

  •    
  • ২ ডিসেম্বর, ২০২০ ২২:০৭

‘এর ব্যতিক্রম হলে একদিকে যেমন মিছিল বা সমাবেশকারী ব্যক্তিদের শৃঙ্খলা বজায় রাখা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না, অপরদিকে কোন কোন দল বা গোষ্ঠী বেআইনি সমাবেশ আয়োজন করে জানমালের ক্ষতি সাধনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার সুযোগ পায়।’

সভাসমাবেশ করার আগে অনুমতি নেয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, তা স্মরণ করিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)।

বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপিতে অনুমতি ছাড়া সভা, সমাবেশ, গণ জমায়েত না করতে বলা হয়েছে।কোন প্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি, সেটি উল্লেখ না করে এতে বলা হয়, ‘ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, ঢাকা মেট্রোপলিটন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়েই বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন সভা, সমাবেশ, গণ জমায়েত এর কর্মসূচির ঘোষণা দিচ্ছে। তাদের কর্মসূচি পালন করতে রাস্তায় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় যান ও জন চলাচলে বিঘ্ন ঘটছে।’

গত এক মাসে ধর্মভিত্তিক দলগুলো বেশ কয়েকদিন রাস্তায় নানা কর্মসূচি পালন করেছে। ফ্রান্সে মহানবী (সা.) এর কার্টুন প্রকাশের জেরে অক্টোবরে ধারাবাহিক মিছিল, সমাবেশ হয়েছে রাজপথে। পুলিশ অবশ্য কোনো বাধা দেয়নি।

এরপর রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ না করার দাবিতে একাধিক দিন সমাবেশ করে ধর্মভিত্তিক কয়েকটি দল।

আর সম্প্রতি পুরান ঢাকায় বংশালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে স্কুলের নাম পরিবর্তন ইস্যুতে গত এক সপ্তাহে একাধিক দিন সড়কে সমাবেশ করেছে বিএনপি।

ঢাকা মহানগর পুলিশের সদরদপ্তর

 

সমাবেশ হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধীদের শাস্তির দাবিতেও। তারাও শাহবাগে সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দিয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাধারণ জনগণের নাগরিক সুবিধা অক্ষুণ্ন রাখা, শান্তিশৃঙ্খলা রক্ষা করা এবং যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে এ ধরনের কর্মসূচি পালন এবং শব্দযন্ত্র ব্যবহারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশ অনুসারে কমিশনার ডিএমপি এর পূর্বানুমতি নেয়ার বাধ্যবাধকতা আছে।

‘কিন্তু এর ব্যতিক্রম হলে একদিকে যেমন মিছিল বা সমাবেশকারী ব্যক্তিদের শৃঙ্খলা বজায় রাখা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না, অপরদিকে কোন কোন দল বা গোষ্ঠী বেআইনি সমাবেশ আয়োজন করে জানমালের ক্ষতি সাধনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার সুযোগ পায়।’অনুমতি না নিয়ে সভা, সমাবেশ করলে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয় বিজ্ঞপ্তিতে।

কোন প্রেক্ষাপটে এ নির্দেশনা নতুন করে দেয়া হয়েছে? এমন প্রশ্নে ডিএমপির জনসংযোগ বিভাগের উপ কমিশনার ওয়ালিদ হোসেন নিউজবাংলাকে বলেন, ‘সম্প্রতি কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে। অনুমোদিত জনজমায়েত থেকে এসব ঘটনাগুলো করা হয়েছে। অনিয়মতান্ত্রিকভাবে মিছিল মিটিং হয়েছে। এতে জনদুর্ভোগ হয়েছে। পাশাপাশি প্রাণহানির শঙ্কাও ছিল।’

‘এসবের কোনটাই অনুমোদন নিয়ে করা হয়নি। সভা সমাবেশ করার আগে অনুমতি নেয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, তা স্মরণ করিয়ে দেয়া হয়েছে’-বলেন পুলিশের এই কর্তা।

এ বিভাগের আরো খবর