বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তুরস্কে তিন বছর ধরেই বঙ্গবন্ধুর ভাস্কর্য

  •    
  • ২ ডিসেম্বর, ২০২০ ১৮:২০

দেশটির রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয় ২০১৭ সালের আগেই। ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকার পরেও সে দেশের সরকার বা কোনো দল একে ইসলামবিরোধী আখ্যা দেয়নি।

রিসেপ তায়েব এরদোয়ান সরকার তার দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত নেয়ার আগে থেকেই সে দেশে বাংলাদেশের জাতির পিতার একটি ভাস্কর্য আছে। সেখানে নানা আয়োজনে শ্রদ্ধাও জানানো হয় তাকে।

দেশটির রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয় ২০১৭ সালের আগেই। ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকার পরেও সে দেশের সরকার বা কোনো দল একে ইসলামবিরোধী আখ্যা দেয়নি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান তিন বছর আগে তুরস্ক সফরে গিয়ে এই ভাস্কর্যটি দেখে এসেছেন বলে জানিয়েছেন নিউজবাংলাকে।

তুরস্ক সরকার নিজ অর্থে তার দেশে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মহান পুরুষের ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত জানানোর পর ড. মীজান সেই ছবিটি তার ফেসবুকে শেয়ার করেন।

নিজের অভিজ্ঞতা জানিয়ে জগন্নাথ উপাচার্য নিউজবাংলাকে বলেন, ‘এই ভাস্কর্য তুরস্কের আঙ্কারায় যেখানে নতুন বাংলাদেশ অ্যাম্বেসির ভবন হয়েছে। তখনও ভবন ওঠেনি। যেখানে তুরস্ক সরকার বাংলাদেশ অ্যাম্বেসি করার জন্য জায়গা দিয়েছিল। সেই জায়গাতেই এই ভাস্কর্যটা।’

ইসলামী দেশগুলোর বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সম্মেলনে যোগ দিতে ইউরেশীয়ায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে যান মীজান।

আঙ্কারায় বাংলাদেশের দূতাবাস নির্মাণের আগেই স্থাপন করা হয় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যটি। এরদোয়ান সরকার নির্মাণ করবে আরও একটি।

 

বলেন, ‘আমরা সেখানে যাওয়ার পর বাংলাদেশ অ্যাম্বেসি কোথায় হবে, সেটা দেখাতে আমাদের নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে দেখলাম ভাস্কর্যটি। দেখে ভীষণ ভালো লাগল।’

তিনি বলেন, ‘আমি যখন ছবিটি তুলি, তখন এটি খালি জায়গা ছিল। এখনও ভাস্কর্য তো আর ভাঙেনি নিশ্চয়ই। কারণ ওটা রাস্তার পাশে।’

তুরস্কে বাংলাদেশের দূতাবাসের সামনেই রয়েছে ভাস্কর্যটি। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন দূতাবাসটি উদ্বোধনের দিন সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এই আয়োজনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই জন কর্মকর্তাও ছিলেন।

বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসে সে দেশে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের বৈঠকে জানানো হয়, এরদোয়ান সরকার তাদের অর্থায়নে আঙ্কারায় বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য তৈরি করবে। সে দেশের অর্থায়নে বাংলাদেশে হবে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের ভাস্কর্য।

এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এল, যখন ঢাকার ধোলাইখালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে ধর্মভিত্তিক কয়েকটি দল নানা আপত্তিকর বক্তব্য রাখছে।

তাদের দাবি, ভাস্কর্য ইসলামে অনুমোদন করে না। যদিও মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রায় সব দেশেই ভাস্কর্য রয়েছে। তুরস্কও এর বাইরে নয়। সে দেশে এমনকি মসজিদের সামনে ভাস্কর্য স্থাপন করা আছে বলে সামাজিক মাধ্যমে নানা পোস্টে দেখা যায়।

এ বিভাগের আরো খবর