ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে করা মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ান ও তার দুই সহশিল্পীকে গ্রেফতারে পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।
মামলায় পুলিশ ব্যুরো অব ইনভস্টেগিশেনের (পিবিআই) দেয়া প্রতিবেদন আমলে নিয়ে বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন।
ঢাকা জজ আদালতের আইনজীবী ইমরুল হাসান গত ২ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন। সেদিনই ট্রাইব্যুনালের বিচারক আসসামছু জগলুল হোসেন মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
মামলার অপর দুই আসামি হলেন রিতা দেওয়ানের সহশিল্পী মোহাম্মদ শাহজাহান ও ইকবাল হোসেন।
মামলায় বলা হয়, গত ৩১ জানুয়ারি ফেসবুক ও ইউটউিবে পালা গানের আসরের একটি ভিডিওতে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেন রিতা দেওয়ান, যা বাদীসহ অন্যদের অনুভূতিতে চরম আঘাত করে।
গত ২৯ অক্টোবর মামলার তদন্ত র্কমর্কতা পিবিআইর পরিদর্শক মিজানুর রহমান তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন বলে প্রতিবেদন দেন আদালতে। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।