বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৮৫ বছরের বৃদ্ধের সঙ্গে কিশোরীর বিয়ের তথ্য ‘ভুল’

  •    
  • ২ ডিসেম্বর, ২০২০ ১২:০৫

হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়।

জামালপুরে ৮৫ বছরের বৃদ্ধ মহির উদ্দিনের সঙ্গে শিশুর বিয়ের খবর সঠিক নয় বলে জানিয়েছে তদন্ত কমিটি।

হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়।

বুধবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জামালপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন পত্রিকায় ৮৫ বছর বয়সের বৃদ্ধ মহির উদ্দিনের সঙ্গে ১১-১২ বছরের শিশুর বিয়ের কথা বলা হলেও জন্ম সনদে দেখা গেছে, ওই মেয়ের বয়স ১৮ বছরের বেশি।

বৃদ্ধ মহির উদ্দিনের সঙ্গে ওই নারীর দাদা-নাতিন সম্পর্ক। তাদের থাকার ঘর পাশাপাশি। উভয়ের সম্মতিতে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শারীরিক সম্পর্কের পর মহির উদ্দিনের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বৃদ্ধের নাতি মো. শাহিনের সঙ্গে ওই নারীর সম্পর্কের সত্যতা পাওয়া যায়নি।

গত ২০ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ৮৫ বছরের বৃদ্ধের সঙ্গে অপ্রাপ্ত কিশোরীর বিয়ে নিয়ে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

পরে সেটি আমলে নিয়ে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুর উদ্দিন হাইকোর্ট বেঞ্চ বিষয়টি তদন্ত করে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয় জামালপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের। 

এ বিভাগের আরো খবর