সাইবার স্পেসে নারীর নিরাপত্তায় পুলিশের চালু করা ফেসবুক পেইজ ও হটলাইনের মাধ্যমে ১৫ দিনে সেবা নিয়েছেন ৩ হাজার ৫৬৫ জন। নারীর ছবি, পরিচয় বা উভয়ই ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি খোলার অভিযোগ এসেছে ৮১৯টি, যা মোট অভিযোগের ২৩ শতাংশ।
এ ছাড়া আইডি হ্যাকড, ব্ল্যাকমেইলিং, ফোনে হয়রানি, অশ্লীল কন্টেন্ট পাঠানোসহ নানা অভিযোগ এসেছে পুলিশের কাছে।
মঙ্গলবার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা জানান, গত ১৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৩ হাজার ৫৬৫ জন যোগাযোগ করেছেন। এ সময়ে সেবা নিয়েছেন ৯৪৬ জন। এর বাইরে ৮৮৭ জনের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। বাকি ১৭৩২ জনের সঙ্গে কথা বলে যাচাই-বাছাই চলছে।সোহেল রানা জানান, ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ নামের ফেসবুক পেইজ প্রত্যেকের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তৎপর রয়েছে।
গত ১৫ দিনের তথ্য উল্লেখ করে তিনি জানান, ভিকটিমের ছবি বা পরিচয় বা উভয় ব্যবহার করে ভুয়া আইডি খোলা বা বেনামে আইডি খুলে ভিকটিমের ছবি, ভিডিও বা তথ্য প্রচার করা হয়। এ রকম ফেইক আইডি সংশ্লিষ্ট অভিযোগ পাওয়া গেছে ৮১৯ টি (২২.৯৭%)।
কারও সামাজিক মাধ্যমের আইডি বিভিন্ন লিংক বা অ্যাপস ব্যবহার করে হ্যাক করা, পাসওয়ার্ড চুরি করে অ্যাকাউন্টের দখল নেয়া, অর্থাৎ আইডি হ্যাকের অভিযোগ ৫৪৩ টি (১৫.২৩%)। পূর্ব পরিচয় বা সম্পর্কের জের ধরে বা অন্য কোনো ভাবে পাওয়া ছবি, ভিডিও বা তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে কোনো সুবিধা আদায় বা টাকা দাবি করা, অর্থাৎ ব্ল্যাকমেইলিংয়ের সংখ্যা ৩২২ (৯.০৩%) ।
মোবাইল ফোন ব্যবহার করে বুলিয়িং, হ্যারেসমেন্ট বা ভয় দেখানোর অভিযোগ ৩৩৮ টি (৯.৪৮%)। বিভিন্ন মাধ্যমে অশ্লীল শব্দ, লেখা, ছবি বা ভিডিও পাঠিয়ে হয়রানি করা অর্থাৎ অশ্লীল কন্টেন্ট পাঠানোর অভিযোগ ৩১০ টি (৮.৬৯%)।
উপরোক্ত কোনো অপরাধের তালিকায় পড়ে না এমন অভিযোগ ২৭২ টি (৭.৬২%)। এ ছাড়া মোট ৯৬১ টি (২৬.৯৫%) নন-সাইবার অপরাধ এবং পুরুষ সেবা প্রত্যাশীদের থেকে অভিযোগ পাওয়া গেছে।
গত ১৬ নভেম্বর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আনুষ্ঠানিকভাবে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ ফেসবুক পেজ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, কোনো ভিকটিম চাইলে দেশের যেকোনো প্রান্ত থেকে ৯৯৯ এ ফোন করেও এই সেবা নিতে পারবেন।
তিনি বলেন, ‘আমরা সাইবার জগতকে নিরাপদ করতে চাই। সাইবার স্পেসে সংঘটিত নারীর প্রতি হয়রানিমূলক অপরাধগুলোর অভিযোগ গ্রহণ, প্রয়োজনীয় পরামর্শ ও আইনি সহায়তা দেয়ার লক্ষ্যে ‘Police cyber support for women’ নামের ফেসবুক পেজ চালুর পাশাপাশি ইমেইল নম্বর, ও হটলাইন চালু করেছি। ইমেইল ঠিকানা হচ্ছে- cybersupport.women@police.gov.bd। হটলাইন মোবাইল নম্বর: ০১৩২০০০০৮৮৮।’