বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দখলদারদের খাল ছাড়তে বললেন মেয়র আতিক

  •    
  • ২ ডিসেম্বর, ২০২০ ০০:৪৬

মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক লাইভে নগরবাসীর মুখোমুখি হন উত্তর সিটি করপোরেশনের মেয়র। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই লাইভে তিনি নগরবাসীদের পাশাপাশি সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসব প্রশ্নের বেশিরভাগই ছিল মশা, বর্জ্য ব্যবস্থাপনা ও বেহাল সড়ক সংক্রান্ত।

এবার শীত মৌসুমের শুরুতে রাজধানীতে মশার উপদ্রব বাড়লেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম দাবি করেছেন গত মৌসুমের তুলনায় এটা এখন পর্যন্ত সহনীয় পর্যায়েই আছে।

মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক লাইভে নগরবাসীর মুখোমুখি হন উত্তর সিটি করপোরেশনের মেয়র। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই লাইভে তিনি নগরবাসীদের পাশাপাশি সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসব প্রশ্নের বেশিরভাগই ছিল মশা, বর্জ্য ব্যবস্থাপনা ও বেহাল সড়ক সংক্রান্ত।

এক প্রশ্নের জবাবে ওয়াসার কাছ থেকে উত্তর সিটি এলাকার খালগুলো বুঝে নেয়ার পর সেগুলোকে ঘিরে বিশেষ কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন মেয়র। এসব খাল দখল করে যারা অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন তাদের হুঁশিয়ার করে তিনি বলেন, ‘আমরা পথে নামলে কোনো পেশিশক্তি, মাস্তানি কাজে আসবে না। সুতরাং নিজ দায়িত্বে আপনারা সবাই সরে যান। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর খালের পাড় যেন আবার দখল না হয়, সে জন্য আমরা দুই পাশে ওয়াকওয়ে তৈরি করব। গাছ লাগাব।’

ফেসবুক লাইভে মশার উপদ্রবের বিষয়ে মেয়র আতিক বলেন, ‘আমার মনে হয় মশার উৎপাত গতবারের থেকে এবার সহনীয় পর্যায়ে রাখতে পেরেছি। আমরা এবার নিজেদের উদ্যোগেই সব লেক, খাল পরিষ্কার করেছি। উত্তর সিটির ৬৬৬ টা জায়গা চিহ্নিত করে চতুর্থ প্রজন্মের ওষুধ ব্যবহার করছি। মশার উৎসস্থলগুলো ধ্বংস করার চেষ্টা করছি।’

এসবের পাশাপাশি মশক নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ, নিয়মিত চিরুনি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ডিএনসিসির পক্ষ থেকে নজরদারি বাড়ানোর কারণে এমন ইতিবাচক ফলাফল এসেছে বলেও মন্তব্য করেন মেয়র। বলেন, ‘ঢাকাকে পুরোপুরি মশামুক্ত করা সম্ভব না। এটা অনেক পুরোনো সমস্যা। তাই আমরা চেষ্টা করছি এটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখতে। এটা কেবল সিটি করপোরেশনের পক্ষে সম্ভব না। এর জন্য প্রত্যেক নাগরিককে উদ্যোগী হতে হবে।’

তবে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললে মেয়র তার জবাবে বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার আগে ২২ বছর ধরে এক ধরনের ওষুধই ব্যবহার করা হতো। যার নিয়ন্ত্রণ ছিল একটা সিন্ডিকেটের (চক্র) হাতে। আমি সেই সিন্ডিকেট ভেঙে নতুন ওষুধ আনার ব্যবস্থা করেছি। এখন এর পরীক্ষামূলক পর্যায় চলছে। এটা যদি শেষ পর্যন্ত কার্যকর না হয়, তাহলে এটাও পরিবর্তন করা হবে।’

এ ছাড়া কোভিড পরিস্থিতির কারণে উত্তর সিটি এলাকার ২৪টি পার্ক ও খেলার মাঠের সংস্কারকাজ শেষ করা সম্ভব হয়নি জানিয়ে মেয়র বলেন, আগামী ছয় মাসের মধ্যেই এগুলো খুলে দেয়া হবে।

এর বাইরে সিটি করপোরেশনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য আগামী বছরের শুরু থেকেই নগর অ্যাপ চালুর ঘোষণা দেন মেয়র আতিক। বলেন, ‘এর মাধ্যমে সবাই যার যার অভিযোগ ও সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন।’

মেয়রের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস।

এ বিভাগের আরো খবর