ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানকে আবার জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।
মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলমের আদালতে তাকে এই জেরা করা হয়। আরও সাক্ষীদের জেরার জন্য আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী তারিখ রাখে আদালত।
হাবিবুর তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই ছিলেন। তিনি ওয়াশিকুরের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছিলেন।
গত ৪ নভেম্বর ওয়াশিকুর হত্যা মামলায় একই আদালত পুনরায় অভিযোগ গঠনের আদেশ দেন। গত ২৭ অক্টোবর এ মামলায় রায় ঘোষণার দিন থাকলেও রাষ্ট্রপক্ষের এক আবেদনে তা স্থগিত হয়ে যায়।
আসামিরা হলেন জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান, সাইফুল ইসলাম ওরফে মানসুর, মাওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে তাহের ও সাইফুল ইসলাম ওরফে আকরা। প্রথম তিন আসামি মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন। শেষোক্ত দুই জন পলাতক।
২০১৫ সালের ৩০ মার্চ রাজধানীর তেজগাঁও থানাধীন বেগুনবাড়ির দিপীকা মোড়ে ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। পালানোর সময় দুই হামলাকারীকে আটক করে এলাকাবাসী।
এ ঘটনায় ওয়াশিকুর রহমানের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন।
- আরও পড়ুন: নতুন করে ওয়াশিকুর হত্যার বিচার শুরু
২০১৫ সালের ১ সেপ্টেম্বর মামলা তদন্ত করে পাঁচ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মশিউর রহমান।