পরিবহণ সেক্টরে সংশ্লিষ্টদের কারণেই নিরাপদ সড়ক আইন পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না বলে অভিযোগ নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের।
জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার নিসচার ২৭ বছর উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, আইনটি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বাস্তবায়ন করা হলেও, কোনো এক অদৃশ্য কারণে বারবার হোঁচট খাচ্ছে।
‘যুগোপযুগী এই আইনের পর পরিবহণ সেক্টর থেকে সাধুবাদ জানানো হয়েছিল। কিন্তু আইনটি বাস্তবায়নের পথে সেই তারাই আবার কালক্ষেপণ করতে চাইছে এবং বাধা সৃষ্টি করছে।
‘আইনটি নিসচার একক প্রচেষ্টায় আসেনি। তবে কেন এই বিরোধের মানসিকতা। দেশের ১৮ কোটি মানুষের দাবি এখন নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করা।’
দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ইলিয়াস কাঞ্চন জানান, সড়ককে নিরাপদ করার কাজটি অত্যন্ত কঠিন। মালিক, প্রশাসন এবং যাত্রীদের অধিকাংশ শিক্ষিত হওয়া সত্ত্বেও নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আইন মানতে যথেষ্ট আন্তরিক নয়।
বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫০ বছর পার হতে চললেও সড়ক দুর্ঘটনায় সচেতনতার ক্ষেত্রে ফলাফল শূন্য বলেই মনে করেন ইলিয়াস কাঞ্চন।
তাহলে কি আমরা সড়ক দুর্ঘটনা রোধে আন্তরিক নই?- প্রশ্ন ২৭ বছর আগে সড়ক দুর্ঘটনায় স্ত্রী হারানো এই চিত্রনায়কের।
বৈঠকে অনলাইনে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। তিনি জানান, দুর্ঘটনা কমাতে এবং যত্রতত্র বাস থামানো বন্ধে পরিকল্পিত বাস স্টপেজ নির্মাণ করছে সরকার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলোর যুগ্ন সম্পাদক মিজানুর রহমান খান, সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুর রাজ্জাক প্রমুখ।