নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অগ্রগতি জানাতে এবং নগরবাসীর মতামত জানতে ফেসবুকে জনতার মুখোমুখি হচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে এই আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন চিত্রনায়ক ফেরদৌস।
চলতি বছরের ১০ ফেব্রুয়ারির ভোটে আতিকুল দ্বিতীয়বারের মতো ঢাকার উত্তর অংশের মেয়র নির্বাচিত হন। আর শপথ নেন মার্চে। এর আগে আনিসুল হকের অকাল প্রয়াণের পর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে জিতে প্রায় এক বছর মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।
পূর্ণ মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার আগে আতিকুল বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছিলেন নগরবাসীকে।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকে জনতার মুখোমুখি হয়ে নির্বাচনী প্রতিশ্রুতির কোনটা কোন পর্যায়ে আছে তা নগরবাসীকে জানানোর পাশাপাশি তাদের প্রয়োজন ও মতামত জানতে চাইবেন মেয়র আতিকুল।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন নিউজবাংলাকে জানান, এ অনুষ্ঠানে মেয়র নগরীর বিভিন্ন সমস্যা, সমাধানের উপায়, নগরীর বিভিন্ন বিষয়ে পরিকল্পনা ও পরিচালনা সম্পর্কে সরাসরি কথা বলবেন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন চিত্রনায়ক ফেরদৌস।
তিন ভাগে হবে এক ঘণ্টার এই লাইভ অনুষ্ঠান। প্রথম ভাগে মেয়র আতিকুল ইসলাম তার পরিকল্পনার কথা নগরবাসীকে জানাবেন। দ্বিতীয় ভাগে নগরবাসীর প্রশ্ন, মন্তব্য ও মতামতের উত্তর দেবেন এবং শেষ অংশে সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পাবেন।
ডিএনসিসি এর অফিশিয়াল ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়েছে। মেয়রের নিজের ভেরিফাইড পেইজ থেকেও পোস্ট করে লাইভের কথা জানানো হয়েছে।
আতিকুল তার পোস্টে বলেন, ‘এই শহর নিয়ে নিশ্চয়ই অনেক কিছু বলার আছে, প্রশ্ন কিংবা মতামত আছে। #জনতার_মুখোমুখি_নগরসেবক হ্যাশট্যাগ ব্যবহার করে কমেন্টে জানিয়ে দিন সেসব জিজ্ঞাসা বা মন্তব্য।’
মেয়র বলেন, ‘আপনারা বলুন, আমি শুনব। শুধু শুনব নয়, উত্তর দেবো আপনাদের সব জিজ্ঞাসার। আসুন, সবাই মিলে গড়ি সবার ঢাকা, একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা।’
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়রকে প্রশ্ন করতে চাইলে বা মতামত দিতে চাইলে কেবল লাইভে যুক্ত হতে হবে এমন নয়। আগেও প্রশ্ন করে রাখা যাবে।
এ জন্য ডিএনসিসির অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/dncc.gov.bd এবং মেয়রের অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/atiqfordhaka-এ যেতে হবে।
কমেন্ট বক্সে #জনতার_মুখোমুখি_নগরসেবক লিখে প্রশ্ন, মন্তব্য এবং মতামত লিখতে পারবেন যে কেউ।