পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘নিউক্লিয়ার ডে’ উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ পরমাণুশক্তি কমিশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠান বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
তিনি বলেন, ২০১৭ সালের ৩০ নভেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের রিয়েক্টর ভবনের প্রথম কংক্রিট ঢালাই কাজ শুরু হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব নিউক্লিয়ার ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এই দিনটি স্মরণীয় করে রাখতেই প্রতি বছর ৩০ নভেম্বর ‘নিউক্লিয়ার ডে’ উদযাপিত হচ্ছে।
‘নিউক্লিয়ার ডে’ উপলক্ষে পরে ঈশ্বরদী পৌরসভার তথ্যকেন্দ্রে সেমিনার হয়। এতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিচালক ড. সৌকত আকবর, প্রকল্পের রাশিয়ান প্রকল্প পরিচালক সের্গেই লাসতোচকিন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য প্রকৌশলী আব্দুস সালাম প্রমুখ অংশ নেন।
ড. সৌকত আকবর জানান, রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুই ইউনিট বিশিষ্ট রাশিয়ার ৩জি+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিয়েক্টর স্থাপন করা হবে।