সব ধর্মের মিলিত সংস্কৃতিই বাঙালি সংস্কৃতি মন্তব্য করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সবাইকে সাম্প্রদায়িক সম্প্রতি এবং সুমহান ঐক্য ও ঐতিহ্য ধারণ করার আহ্বান জানিয়েছেন।
সোমবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধান বিচারপতি বলেন, ‘হিন্দু ধর্ম আমাদের শিক্ষা দেয় উদারতা, মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও সহিষ্ণুতা। সব ধর্মের মিলিত সংস্কৃতিই আমাদের বাঙালীর সংস্কৃতি। সাম্প্রদায়িক সম্প্রতি ও সুমহান ঐক্য ও ঐতিহ্য আমাদের ধারণ করতে হবে।’
তিনি বলেন, ‘আবহমানকাল থেকে বাংলার প্রকৃতি বিভিন্ন রঙে রঙিন হয়েছে। কালের আবর্তনে প্রতি বছর শরৎকালে শারদীয় দুর্গাপূজা এদেশে উৎযাপিত হয়ে থাকে।’
দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘এই উৎসব কেবল ধর্মীয় গুরুত্ব বহন করে না, সামাজিক সাংস্কৃতিক দিক থেকেও এর তাৎপর্য অপরিসীম।
‘এটি এখন শুধু নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে আনন্দ উৎসবে শামিল হওয়ার মাধ্যমে এটি সার্বজনীনতা লাভ করেছে।’
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সম্পাদক ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল। ধর্মীয় আলোচনা করেন ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনের মহানাম সম্প্রদায় ড. শ্রীম্য নিকুঞ্জ বন্ধু ব্রহ্মাচারী।