অস্ত্র ও ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী থানার সাময়িক বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাশের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
সোমবার চট্টগ্রামের পটিয়া যুগ্ম জেলা জজ আবদুল কাদেরের আদালতে মামলাটি করেন শিক্ষানবিশ আইনজীবী সমর কৃষ্ণ চৌধুরী।
মামলায় ওসি ও আট পুলিশ সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়।
২০১৮ সালের ২৭ মে সন্ধ্যায় নগরীর কোর্ট রোড এলাকা থেকে সমরকে একটি মাইক্রোবাসে তুলে বোয়ালখালী থানায় নিয়ে যায় পুলিশ। পরে তার বিরুদ্ধে অস্ত্র ও ইয়াবা রাখার তিনটি মামলা করে পুলিশ। এসব মামলায় দেড় মাস কারাগারে ছিলেন ৬৫ বছরের সমর।
সমর কৃষ্ণের অভিযোগ, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সঞ্জয় দাশ জমি নিয়ে বিরোধের জেরে পুলিশ সদস্যদের মাধ্যমে ওই ঘটনা ঘটান।
সমরের বিরুদ্ধে করা অস্ত্র মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১০ মার্চ আদালতে প্রতিবেদনে দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। সেখানে সমর কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানানো হয়।
পিবিআইয়ের প্রতিবেদনের পর মিথ্যা অভিযোগে ফাঁসানোর জন্য একটি মামলা করেছিলেন সমর।
সোমবার সমর কৃষ্ণের আইনজীবী গৌতম চৌধুরী নিউজবাংলাকে বলেন, সমর কৃষ্ণকে অন্যায়ভাবে ধরে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে পুলিশ। পাশাপাশি তাকে অস্ত্র ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা হয়েছে। এ ঘটনায় সম্মানহানি হওয়ায় আদালতে ক্ষতিপূরণ মামলাটি করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি।