বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লিবিয়ায় মানবপাচার: ৬ আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

  •    
  • ৩০ নভেম্বর, ২০২০ ১৬:৪৮

ইন্টারপোলের নোটিশে উল্লেখ করা হয়, পলাতক ছয় আসামির মধ্যে শাহাদাত হোসেনের বাড়ি ঢাকায়, নজরুল ইসলাম মোল্লার বাড়ি মাদারীপুরে; বাকি চার জন ইকবাল জাফর, তানজিরুল, স্বপন ও মিন্টু মিয়া কিশোরগঞ্জের।

লিবিয়ায় মানবপাচার মামলায় বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুরোধে ছয় আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।

সোমবার নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিসানুল হক জিসান।

ইন্টারপোলের নোটিশে উল্লেখ করা হয়, পলাতক ছয় আসামির মধ্যে শাহাদাত হোসেনের বাড়ি ঢাকায়, নজরুল ইসলাম মোল্লার বাড়ি মাদারীপুরে; বাকি চার জন ইকবাল জাফর, তানজিরুল, স্বপন ও মিন্টু মিয়া কিশোরগঞ্জের।

অভিযোগ, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তারা মানুষজনকে বিদেশে পাচার, আটকে রেখে মুক্তিপণ আদায় এবং হত্যাকাণ্ড চালায়।

চলতি বছরের ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মানব পাচারকারীদের একটি দল।

ওই ঘটনার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা হয়। মানব পাচারে জড়িত থাকার অভিযোগে কয়েক জনকে গ্রেফতার করে পুলিশ।

যে ছয় জনের নামে রেড নোটিশ জারি হয়েছে, তারা সবাই এই মামলার আসামি। তাদের ধরার জন্য সহযোগিতা চেয়ে নভেম্বরের শুরুতে ইন্টারপোলের কাছে আবেদন করে সিআইডি।

তারা বিদেশে আছেন বলে জানান সিআইডি কর্মকর্তা জিসানুল হক।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ব্রিফিং করে বিস্তারিত জানাবে সিআইডি।

এ বিভাগের আরো খবর