মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযানের সময় র্যাবের উপস্থিতিতে এক বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-৪ উপজেলার মাথাভাঙ্গা গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে আড়াই ঘণ্টা অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এরপর বিকেল সাড়ে চারটার দিকে র্যাব-৪ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মোস্তফার বাড়ি থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ১৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অস্ত্র ও মাদক রাখার দায়ে তাকে আটক করা হয়।
তবে এলাকাবাসী ও পরিবারের দাবি, অভিযানে এগুলো কিছুই পাওয়া যায়নি।
পরিবারটি আরও অভিযোগ করেছে, র্যাবের অভিযানের সময় স্থানীয় মাহফুল উল্লাহ ও রবিউলের নেতৃত্বে ১৪ থেকে ১৫ জন বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
তবে র্যাব-৪-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, এ রকম কিছু ঘটে থাকলে তারা আসার পর হয়েছে। তাদের উপস্থিতিতে কোনো হামলা হয়নি।
র্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, অভিযোগের সত্যতা মিললে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
গজারিয়া থানা সূত্রে জানা যায়, চার মাস আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিএনজি চালক মোস্তফার সঙ্গে মাহফুল উল্লাহ ও রবিউল গ্রুপের সংঘর্ষ হয়। তখন মোস্তফার বিরুদ্ধে থানায় মামলা করা হয়। মোস্তফাও থানায় অভিযোগ করেন। তবে বাদী, বিবাদী সবাই পলাতক থাকায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
পুলিশ আরও জানায়, মাহফুল ও রবিউল আরেকটি হত্যা মামলার আসামি হওয়ায় এলাকায় থাকেন না। রোববার র্যাব আসার পর তারা এলাকায় আসেন।