বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আর সহ্য করা হবে না’

  •    
  • ২৯ নভেম্বর, ২০২০ ২১:৪০

‘কিছু কিছু স্থানে ইসলামের নাম বিক্রি করে ধর্ষণের ঘটনা ঘটে। মাদ্রাসায় আমাদের সন্তানদের বলাৎকার করা হয়। কই তখন তো আপনারা প্রতিবাদ করতে আসেন না।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে ধর্মভিত্তিক কয়েকটি দলের পক্ষ থেকে যে ধরনের বক্তব্য এসেছে সেগুলো আর সহ্য না করার ঘোষণা এসেছে দেশজুড়ে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধনে।সারাদেশে কয়েক লাখ নেতা-কর্মী এক যোগে রাজপথে নেমে বলেন, মৌলবাদী গোষ্ঠীকে তারা প্রতিহত করবেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে চিন্তা না করে মাদ্রাসায় বলাৎকার নিয়ে ভাবতেও হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরীর প্রতি পরামর্শ দেয়া হয়।ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে মাঠে নেমেছে ধর্মভিত্তিক কয়েকটি দল। ইসলামী আন্দোলন ‍হুমকি দিয়েছে এটি তারা বুড়িগঙ্গায় ফেলে দেবে।আর গত শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীতে এক মাহফিলে হেফাজতের আমির জুনাইদ বাবুনগরী বলেন, যে সরকারই যার ভাস্কর্যই নির্মাণ করুক না কেন, তারা টেনেহিঁচড়ে ফেলে দেবেনশুরুতে ক্ষমতাসীন দল এ নিয়ে চুপ থাকলেও বৃহস্পতিবার রাজপথে নামে ছাত্র ও যুবলীগের নেতা-কর্মীরা। তাদের অবস্থানের কারণে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক চট্টগ্রামে একটি ধর্মীয় মাহফিলে যোগ দেননি।এরপর স্বেচ্ছাসেবক লীগ দেশজুড়ে কর্মসূচি দিয়ে মাঠে নামে।

নারায়ণগঞ্জ বন্দরনগরের প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হেফাজত আমির জুনাইদ বাবুনগরীকে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল হোসেন বলেন, ‘কিছু কিছু স্থানে ইসলামের নাম বিক্রি করে ধর্ষণের ঘটনা ঘটে। মাদ্রাসায় আমাদের সন্তানদের বলাৎকার করা হয়। কই তখন তো আপনারা প্রতিবাদ করতে আসেন না।’সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজনে এ মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ বলেন, ‘বাংলাদেশকে কোনোভাবেই পাকিস্তান হতে দেওয়া যাবে না। যারা এই দেশকে পাকিস্তান বানাতে চায় তাদের সেখানে পাঠিয়ে দিতে হবে।’মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব আহমদ বলেন, ‘স্বাধীন দেশে বঙ্গবন্ধুর অপমান, বঙ্গবন্ধুকে নিয়ে অবামননাকর বক্তব্য সহ্য করা হবে না। যারাই এই দৃষ্টতা দেখাবে স্বেচ্ছাসেবক লীগ তাদের দাঁতভাঙা জবাব দেবে।’মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আকিব বলেন, ‘ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশ ও স্বাধীনার উপর কলঙ্ক লেপন করতে চায় তারা। ওইসব উগ্রপন্থিদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’মহানগর স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক নূরে আলম বলেন, ‘যারা স্বাধীনতা যুদ্ধ মেনে নিতে পারেনি, তারাই আজ স্বাধীনতার জনক বঙ্গবন্ধুকে কৌশলে এদেশের মানুষের মন থেকে মুছে দিত একটি পরিকল্পনা করেছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে এমন কার্যক্রম পরিচালতি হয়েছে। তবে কেউ এমন ঘৃণ্য কাজে সফল হয়নি। ভবিষ্যতেও সফল হবে না।’ কুমিল্লার কান্দিরপাড় পূবারী চত্বরে মানববন্ধনে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস বলেন, ‘যারা এ দেশের স্বাধীনতাকে সহ্য করতে পারেনি তারাই আজ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে।’সংগঠনের সহ সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে উগ্রপন্থিরা। কটুক্তি করছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে। এ সব আর সহ্য করা হবে না।’মানববন্ধন শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে রামঘাট দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন বলেন, ‘হেফাজতসহ কোনো ইসলামী দল যদি ধর্মের অপবাখ্যা দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে তবে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। কোন ধরনের বাড়াবাড়ি মেনে নেয়া হবে না।’ জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে মানববন্ধনে স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি এ ই এম মাসুদ রেজা বলেন, ‘মিথ্যা ফতোয়া দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।’লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘বিএনপি-জামায়াতের মদদে সারা দেশে বিশৃঙ্খা সৃষ্টির পাঁয়তারা করছে মৌলবাদী গোষ্ঠী। তাদের প্রতিহত করতে আমরা সবাই রাজপথে থাকব।’মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। এখন সেই মহান নেতার ভাস্কর্য নির্মাণের বিরোধীতার নামে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট উগ্র মৌলবাদীরা জনমনে বিভ্রান্ত ছড়াচ্ছে। এটা কোনোভাবে মেনে নেয়া যায় না।’মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে এই কর্মসূচিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। ধর্মান্ধ গোষ্ঠীকে সমুচিত জবাব দেয়া হবে।’নেত্রকোণার মোক্তারপাড়া এলাকায় সড়কের সামনে মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দেয়ার মত ধৃষ্টতা যে মৌলবাদীরা দেখিয়েছে তাদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। কোন অবস্থাতেই দেশকে পাকিস্তান, আফগানিস্তানে পরিণত করতে দেয়া হবে না।’ 

বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাবেক ছাত্রলীগ নেতা জুনায়েদ জুয়েল বলেন, ‘মামুনুল হক গংদের উদ্ভট মন্তব্যের দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তত। এরা সবসময়ই জঙ্গিগোষ্ঠীর মদদদাতা একটি রাজনৈতিক দলের হয়ে উষ্কানি ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে প্রচেষ্টা চালায়। এদের প্রতিহত করতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা সবসময় প্রস্তত আছে।’ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রশীদ বলেন, ‘ধর্মব্যবসায়ী মৌলবাদ চক্রকে প্রতিহত করতে আমরা মাঠে আছি।’

ময়মনসিংহে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান খোকন বলেন, বিশ্বের মুসলিম দেশগুলোতে ভাস্কর্য থাকলেও এদেশে জাতির জনকের ভাস্কর্য নিয়ে এক দল ধর্ম ব্যবসায়ী প্রতিনিয়ত বিভ্রান্তি তৈরি করে যাচ্ছে। বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করার অপরাধে ধর্ম ব্যবসায়ী মামুনুল হককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিভাগের আরো খবর