নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমসহ ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে প্রাথমিক নিবন্ধন দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
দ্বিতীয় দফায় নিবন্ধন দেয়া এসব পোর্টালের তালিকা প্রকাশ হয়েছে রোববার।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন পারভীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে অনলাইন পোর্টালগুলোকে প্রাথমিক নিবন্ধন দেয়া হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম হোসেনও বিষয়টি নিশ্চিত করেন।
পদ্মা ব্যাংক ও কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি। স্বদেশ রায় সম্পাদিত নিউজ পোর্টালটির প্রকাশক কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের এক্সিকিউটিভ চেয়ারম্যান শাহনুল হাসান খান।
তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম নিউজবাংলাকে জানান, অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন প্রক্রিয়া চলমান। এর অংশ হিসেবে এবার ৫১টি পোর্টালকে প্রাথমিক নিবন্ধন দেয়া হয়েছে।
প্রাথমিক নিবন্ধন পাওয়া অন্যান্য পোর্টালের মধ্যে আছে বাংলা ইনসাইডার ডটকম, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজনেক্সটবিডি ডটকম, সারাবাংলা ডটনেট, একুশে পত্রিকা ডটকম, আনন্দপত্র ডট ইনফো, ডেইলি বাংলাদেশ ডটকম, ঢাকা নিউজ টোয়েন্টিফোর ডটকম, পিপিবিডি ডট নিউজ, ঢাকা জার্নাল ডটকম, বার্তা টোয়েন্টিফোর ডটকম ও বিডি জার্নাল ডটকম।
তালিকায় আছে ভি নিউজ বিডিকম, বাংলাদেশ গ্লোবাল ডটকম, এবিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বাংলাদেশ বুলেটিন ডটকম, পানকৌড়ি নিউজ ডটকম, বাংলার খবর টোয়েন্টিফোর ডটকম, রেডটাইমস ডটকম ডটবিডি, ভাওয়াল নিউজ টোয়েন্টিফোর ডটকম ও নিউজ ফ্লাস টোয়েন্টিফোর বিডি ডটকম।
আরও আছে এনার্জিবাংলা ডটকম, নিউজটোয়েন্টিফোর বিডি ডটনেট, নিউজ জি টোয়েন্টি ফোর ডটকম, একুশে সংবাদ ডটকম, এশিয়ান মেইল টোয়েন্টিফোর ডটকম, লালসবুজের কথা ডটকম, হাওর বার্তা টোয়েন্টিফোর ডটকম, সুখবর ডটকম, মাগুরা প্রতিদিন ডটকম, বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকম, আমার হেলথ ডটকম, আই নিউজ ডটকম, জয় নিউজ বিডি ডটকম, দি ডেইলি ক্যাম্পাস ডটকম ও এমপি নিউজ ডটকম ডটবিডি।
আরও নিবন্ধন পেয়েছে সবুজ বাংলাদেশ ডটকম, ডেইলি লোকালয় ডটকম, ই বার্তা টু ফোর সেভেন ডটকম, ডিজিটাল খবর ডটকম, সিএনআই বিডি ডটনেট, নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম, শুভ প্রতিদিন ডটকম, চট্টগাম নিউজ ডটকম, সময়ের কণ্ঠস্বর ডটকম, নিউজ গার্ডেন বিডি ডটকম, নিউ টার্ন টোয়েন্টিফোর ডটকম ও বাংলাফিফটি টু নিউজ ডটকম।
প্রাথমিক নিবন্ধন পাওয়া পোর্টালগুলোকে সরকারি বিধি মেনে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কর্মদিবসের মধ্যে নিবন্ধন কাজ সম্পূর্ণ করতে হবে।
এর আগে ৩৪টি অনলাইন নিউজ পোর্টাল এবং ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধন দেয় সরকার।