বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীরা কেন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাস্কর্য নিয়ে কথা বলেন না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মেহেরপুরে একটি মানববন্ধনে।
রাজধানীর ধোলাইপাড়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতার ভাস্কর্য নির্মাণ হলে তা ভেঙে ফেলার যে হুমকি দেয়া হয়েছে, তার প্রতিবাদে রোববার দেশজুড়ে মানবন্ধন করছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ।
মেহেপুরের মানববন্ধনটি হয় জেলা শিল্পকলা একাডেমির সামনে সড়কে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের মেহেরপুর জেলার সভাপতি রফিকুল আনাম বকুল বলেন, ‘যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন জিয়ার ভাস্কর্য নিয়ে তো আপনারা মন্তব্য করেননি। এটা মেহেরপুর। এখানে ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে সুবিধা নেয়ার চেষ্টা করবেন না। ফল ভালো হবে না।’
প্রথমে ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে মাঠে নেমেছিল চরমোনাইয়ের পীর ইসলামী আন্দোলন। পরে বিরোধিতায় যোগ দেয় হেফাজতে ইসলাম।
ইসলামী আন্দোলনে এখন এ নিয়ে কোনো কথা না বললেও হেফাজতের আমির জুনাইদ বাবুনগরী হুমকি দিয়েছেন, ভাস্কর্য হলে তারা হেনেহিঁচড়ে ফেলে দেবেন।
অবশ্য ভাস্কর্য হলে আরেকটি শাপলা চত্বর করার হুমকি দিয়ে প্রতিরোধের মুখে পড়েছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের অবস্থানের কারণে তিনি সেখানে পূর্বঘোষিত একটি মাহফিলে যোগ দিতে পারেননি।
মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল আনাম বকুল বলেন, ‘কেউ যদি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা নিয়ে কোনো উস্কানিমূলক মন্তব্য করেন, তাহলে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তাদেরকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।’
কর্মসূচিতে আওয়ামী লীগ এবং তার সহযোগী অন্যান্য নানা সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।